গাজীপুরে সিডিএমএস কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে গাজীপুর পুলিশ লাইনসের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টর পদমর্যাদার ৩০ জন প্রশিক্ষণার্থী এই কোর্সে অংশগ্রহণ করেন। কর্মরত পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গত ১৯ আগস্ট শুরু হয় এই প্রশিক্ষণ। সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কোর্স বৃহস্পতিবার শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার গাজীপুরের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ছালেহ উদ্দিন।
সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কোর্স কো-অর্ডিনেটর (অতিরিক্ত পুলিশ সুপার) মো: হামিদুর রহমান সিদ্দিকী, পুলিশ পরিদর্শক মো: দেলোয়ার হুসেন, ইন্সপেক্টর গোলাম মোস্তফা, ইন্সপেক্টর সাব্বির, এস আই ইয়াউর রহমান, বিদায়ী পুলিশ সদস্য উপ-পুলিশ পরিদর্শক কাজী কামাল মিয়া, কৃতি শিক্ষার্থী শারমিলি তাবাসসুম প্রমি, তাসকিন আরা আনিকা প্রমুখ।পরে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী, সাব ইন্সপেক্টর কাজী কামাল মিয়ার বিদায়ী সংবর্ধনা ও তাদের ক্রেস্ট প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ