অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম প্রণয়নের প্রতিবাদ ও সংশোধনসহ ৪ দফা দাবিতে হবিগঞ্জে ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করেন। এ সময় তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ স্বাক্ষরিত পত্রে গত ১৩ ফেব্রুয়ারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সের নতুন কারিকুলাম প্রদান করা হয়। এতে শিক্ষার্থীদের বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপ চিকিৎসা শিক্ষার গুরুত্বপূর্ণ বিষয় বাতিল করা হয়েছে। যা শিক্ষার্থীদের দক্ষ জনবল হিসেবে গড়ে ওঠা থেকে বঞ্চিত করবে। অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম বাস্তবায়িত হলে তা হবে জনগণের চিকিৎসা সেবায় হুমকি স্বরূপ।এর আগে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ চাই। তা না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলমান থাকবে।
এতে বক্তব্য রাখেন শফিকুজ্জামান রাকিব, আরমান রশিদ চৌধুরী রাহিন, জহুরুল ইসলা জহির, নুশরাত জহির মীম, লিজা বিনতে কাওছার প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই