বরিশালের গৌরনদীতে স্কুল ছাত্র রানা দাস হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কার্তিক ভক্তকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডের ১০ বছর পর গত সোমবার রাতে ৯টার দিকে গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকায় অভিযান চালিয়ে কার্তিককে গ্রেফতার করে গৌরনদী মডেল থানা পুলিশ। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, ২০১৩ সালে গৌরনদীতে স্কুল ছাত্র রানা দাস হত্যাকান্ড সংঘটিত হয়। এ মামলায় ২০২১ সালে বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইনব্যুনাল আসামী কার্তিক ভক্তকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। এর আগে থেকেই পলাতক ছিল সে। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার সুন্দরদী এলাকায় অভিযান কার্তিক ভক্তকে গ্রেফতার করে পুলিশ।
তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/এএম