৬ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:২২

ধামরাইয়ে কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিক নিহত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাইয়ে কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিক নিহত

প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে একটি ওষুধ তৈরির কারখানায় পাইলিং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আবদুস সালাম (৪২) ও আবদুল মমিন ( ৩০) নামের দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এছাড়া মোস্তফা ও শরিফুল ইলসাম নামের অপর দুই নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। 

নিহত সালাম গাইবান্ধা সদর উপজেলার রিভাইদপুর গ্রামের তিউলাদ বেপারীর ছেলে। মমিন একই গ্রামের জহিরুল ইসলামের ছেলে। তাদের মুমূর্ষু অবস্থায় সাভারের নয়ারহাট গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ। তিনি বলেন, ওই কারখানায় পাইলিং করার সময় অসাবধানতাবশত তাদেরই জেনারেটর তারে বিদ্যুতায়িত হয়ে দুজন নির্মাণ শ্রমিক নিহত ও দুই জন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর