রাঙামাটিতে পালিত হয়েছে শুভ জন্মাষ্টমী। বুধবার সকাল ১০টায় রাঙামাটি পৌরসভা চত্বরে জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমীর প্রদীপ প্রজ্জালন করে এ কর্মসূচীর উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের সর্ম্পকিত স্থীয় কমিটির সভাপতি ও সংসদ সদস্য সদস্য দীপংকর তালুকদার।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে এতে রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী ও রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ উপস্থিত ছিলেন।
পরে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের করে সনাতন হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন