বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শরীয়তপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে।
আজ বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শরীয়তপুর জেলা শাখার আয়োজনে আনন্দ শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পালং হরিসভার কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। শোভাযাত্রাটি উদ্বোধন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র ও শরীয়তপুর সদর পৌরসভার মেয়র এডভোকেট পারভেজ রহমান জনসহ স্থানীয় হিন্দু ধর্মীয় নেতাকর্মীরা।
শোভাযাত্রায় জেলার বিভিন্ন মন্দির থেকে আগত ভক্তরা ঢাকঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে অংশ নেন। এ সময় তারা দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন।
বিডি প্রতিদিন/হিমেল