জয়পুরহাটে উৎসব মুখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে শহরের কেন্দ্রীয় শিব মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে সেখান থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা।
বিডি প্রতিদিন/এএ