বগুড়ায় নয়ন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার সকালে গাবতলী উপজেলার রানীনগর মাস্টারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুইজন হলেন-গাবতলীর মড়িয়া গ্রামের আব্দুস সামাদ মন্ডল ও সেলিম হোসেন।
বগুড়া র্যাব-১২ কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গাবতলীর রানীনগর মাস্টারপাড়া এলাকায় অবস্থান করছেন ওই দুই আসামি। খবর পেয়ে সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের পরে গাবতলী থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলতি বছরের গত ১১ মার্চ বগুড়ার গাবতলীতে হত্যাসহ ১৯ মামলার আসামি নাহিদুল ইসলাম নয়নকে কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন নিহতের মা নার্গিস বেগম ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও সাত জনের বিরুদ্ধে গাবতলী থানায় হত্যা মামলা করেন। মামলার চার আসামি গত ২২ মার্চে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বিডি প্রতিদিন/এএম