বগুড়া সদরে ব্যবসায়িকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্নের ঘটনায় ইউপি সদস্য আলম শেখকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার এরুলিয়া বানদিঘী চাতালের মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আলম শেখ ওই ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি বানদিঘী ফকিরপাড়া গ্রামের মৃত লজি শেখের ছেলে।
এরআগে গত সোমবার রাত ১১টার দিকে বগুড়া সদরের এরুলিয়া বানদিঘী বাজারে আশিক সরকার নামে এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন করে দুর্বৃত্তরা। ওই সময় ধারালো অস্ত্রের আঘাতে আশিকের ডান হাতের কব্জি ও দুই পায়ের গোড়ালি বিচ্ছিন হয়ে যায়। আহত আশিক ওই গ্রামের তোজাম্মেল হক তোতার ছেলে। এ ঘটনার পর আশিকের বড় ভাই লালন সরকার গত মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। গ্রেফতার হওয়া ইউপি সদস্য আলম এই মামলার তিন নম্বর আসামি।
বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। বুধবার সকালে আলমকে আদালত সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম