চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক কৃষকের ৫ বিঘা জমির ধান বিষ স্প্রে করে নষ্ট করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৪ সেপ্টেম্বর) নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামে। এ ঘটনায় নাচোল থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক।
জানা গেছে, নাচোল উপজেলার কৃষক আনারুল ইসলাম পৈত্রিক সূত্রে পাওয়া ৫ বিঘা জমিতে চলতি মৌসুমে রোপা আমন ধান রোপণ করেন। ধানের গোছালী দ্রতই বাড়ছিল এমন অবস্থায় গত সোমবার তার জমির সব ধানগাছে বিষ স্প্রে করে নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষরা। কৃষক আনারুল ইসলাম অভিযোগ করে বলেন, গত এক বছর আগে তার পৈত্রিক জমি নিজেদের বলে দাবি করেন জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মিনহাজ ও এমদাদুল। পরে এনিয়ে তিনি চলতি বছরে আদালতে একটি মামলা করেন যা চলমান রয়েছে। তাই আদালতের রায়ে যদি আমি জমির মালিক হই তাহলে আমি পাব, আর প্রতিপক্ষরা রায় পেলে তারা পাবে। কিন্তু রায়ের আগেই কেন আমার জমির ধান নষ্ট করলো তারা আমি এই ঘটনার বিচার চাই।
এদিকে মাক্তাপুর গ্রামের প্রত্যক্ষদর্শী সারিফুজ্জামান বলেন, সোমবার সকালে ১০/১২জন লোক আনারুলের ধান ক্ষেতে বিষ স্প্রে করে। পরের দিন দেখি ধান ক্ষেতে ধানের পাতাগুলো মরে হলুদ হয়ে গেছে।
এ বিষয়ে প্রতিপক্ষ মিনহাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষ প্রয়োগের কথা অস্বীকার করে বলেন, আমরা ক্রয় সূত্রে জমির মূল মালিক। কিন্তু আনারুল আমাদের জমিতে জোর করে ধান রোপন করেছিল।
এ ব্যাপারে নাচোল থানার ওসি মিন্টু রহমান বলেন, ধানক্ষেতে বিষ প্রয়োগ করে ধানক্ষেত নষ্ট করার ঘটনায় থানায় জিডি করেছে ওই কৃষক। জিডিমূলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম