জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সব ধর্মের মানুষের মধ্যে যে সৌহার্দ্যের সম্পর্ক স্থাপন করেছেন, তা দেশ ও জাতির জন্য কল্যাণকর ও মঙ্গলজনক। তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। কারণ বিএনপি-জামায়াতের মতো দেশের অসুরদের রোধ করতে মাতৃরুপী শেখ হাসিনার কোনো বিকল্প নাই।
জন্মাষ্টমী উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের বাসুনিয়াপট্টিস্থ দুর্গা মন্দির প্রাঙ্গণে দিনাজপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির উদ্বোধনী আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদযাপন পরিষদের সভাপতি সমর দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ। আলোচনা শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রা ও দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
এরপর উৎসবমুখর পরিবেশে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিমল চক্রবর্তী তপন নেতৃত্ব দেন। শোভাযাত্রায় বিপুল সংখ্যক নারী-পুরুষ ভক্তরা অংশ নেন।
এদিকে, দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় বাসুনিয়াপট্টি দুর্গা মন্দিরে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠত হয়। উদযাপন পরিষদের সভাপতি সমর দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভারতের আলমোড়া রামকৃষ্ণ কুঠিরের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডা. শান্তনু বসু, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক, হাবিপ্রবি’র অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং প্রসাদ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই