নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে ইয়াবাসহ সোহেল (৩০) নামের এক যুবককে আটক করেছে পুর্বধলা থানার পুলিশ। আটক যুবক উপজেলার বৈরাটি ইউনিয়নের আলমপুর গ্রামের কিতাব আলীর ছেলে। গোপন সংবাদের খবরে মঙ্গলবার গভীর রাতে নিজ আলমপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মুদি দোকানের সামনে থেকে বেচাকিনির সময় হাতে নাতে আটক করা হয় বলে বুধবার দুপুরে নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ওসি মোহম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, তার কাছ থেকে ৯৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পূর্বধলা থানার এস আই মো. হাফিজুর রহমানের নেতৃত্বে শ্যামগঞ্জ ফাঁড়ির পুলিশ নিয়ে একটি টিম নিজ আলমপুর গ্রামে অভিযান চালানো হয়। মাদক বিক্রেতা সোহেল বৈরাটি নিজ আলমপুর পাকা সড়কের উপরে মাদক বিক্রির খবর নিশ্চিত হয়ে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় ক্রেতা বিক্রেতারা। এসময় পুলিশ বিক্রেতা সোহেলকে আটক করলে তার কাছে পলিথিনে মোড়ানো গোলাপি রঙের ৯৬৫ টি পিস ইয়াবা ট্যাবলয়েব পাওয়া যায়।
এ ব্যাপারে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান জানান, মাদক বিরোধী কার্যক্রমের নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশষ সুপার মো. ফয়েজ আহমেদের নির্দেশনায় এ অভিযানে মাদক সহ একজন আটক হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দেয়া হয়েছে। আটক সোহেল একজন মাদক কারবারি বলেও নিশ্চিত করেছেন তিনি।
বিডি প্রতিদিন/এএম