সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ’র জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বরিশালে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্য দিয়ে মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে বরিশাল ধর্মরক্ষিণী সভা।
বুধবার সকাল ১১ টায় নগরীর লাইন রোড সম্মুখে অস্থায়ী মঞ্চে ধর্মরক্ষিনী সভার সভাপতি রাখাল চন্দ্র দে’র সভাপতিত্বে এক আলোচনার সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাদিক আবদুল্লাহ। সভায় মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস, বরিশাল ধর্মরক্ষিণী সভার সাধারন সম্পাদক মৃনাল কান্তি সাহা, মানিক মুখার্জী কুডু ও তমাল মালাকারসহ অন্যান্যরা।
সভা শেষে শোভাযাত্রার উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। উদ্বোধন শেষে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে এবং অতিথিদের অংশগ্রহনে শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিএম কলেজ সংলগ্ন রামকৃষ্ণ মিশনে গিয়ে শেষ হয়। বাদ্য যন্ত্রের তালে তালে শোভাযাত্রায় বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা অংশগ্রহন করে।
এর আগে ইসকন, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের মন্দির ও সংগঠন থেকে ব্যানার সহকারে আনন্দ-উৎসবের মাধ্যমে উদ্ধোধনী অনুষ্ঠানস্থলে জড়ো হয় ভক্তরা।
দিবসটি উপলক্ষ্যে নগরীর ধর্মসভাগুলোতে দিনব্যাপী পদাবলী পাঠ, কীর্তন, গীতা ও ভগবত পাঠের আয়োজন করা হয়। এদিকে সনাতন ধর্মালম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টামী উপলক্ষে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
বিডি প্রতিদিন/এএম