কুড়িগ্রামে আলোচনা সভা, শোভাযাত্রা ও পুজা অর্চনার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে শহরের বড় বাজার কালি মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কালিমন্দির চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ এর উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস,মন্দির ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের সহকারি প্রকল্প পরিচালক মেঘলা চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলক সরকার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা দেশ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠাকল্পে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে আলোচনা করেন।
বিডি প্রতিদিন/এএম