২২ সেপ্টেম্বর, ২০২৩ ০২:২১

ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ফেনী প্রতিনিধি

ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি

ফেনীর রামপুর রাস্তার মাথায় সড়ক দুর্ঘটনায় মো. রাসেল (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল কুমিল্লা জেলার দেবিদ্বার সরকার বাড়ির মুজিবুর রহমান সরকারের ছেলে।

পুলিশ জানায়, কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে শহরের রামপুর রাস্তার মাথায় দুর্ঘটনায় পড়েন মোটরসাইকেল চালক রাসেল। পরে পথচারী মো. দেলোয়ার হোসেন তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে রয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর