ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বৃষ্টি ও উজানের পানিতে আটকা পড়ে যাওয়া দুই ইউনিয়নের আটকে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে উপজেলার বড়পলাশবাড়ি এবং ভানোর ইউনিয়নের ৮টি ব্রিজের মুখ খুলে দেয়া হয় এবং জলাবদ্ধতা দূর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ডন।বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার বলেন, বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে। যার ফলে দুই ইউনিয়নের অনেক মানুষ পানি বন্দি হয়ে ছিলেন। তারা অনেক কষ্ট পাচ্ছিল। অনেকের বাড়িতে হাটু পর্যন্ত পানি হয়েছিল। আমরা উপজেলা প্রশাসন একত্রিত হয়ে আজ বিভিন্ন ব্রিজের মুখ খুলে দিয়েছি যাতে করে পানি আটকে না থাকে।
বিডি প্রতিদিন/নাজমুল