২ অক্টোবর, ২০২৩ ১৭:০৫

নওগাঁয় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের চেক বিতরণ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের চেক বিতরণ

সোমবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের (টিআর) চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ্ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও এসএম গোলাম আজম, এমপিপুত্র সাফায়েত জামিল প্রামাণিক সৌরভ প্রমুখ। অনুষ্ঠান শেষে ১৯৭ প্রতিষ্ঠানের প্রকল্প সভাপতির মাঝে ১ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৩৩৩ টাকার চেক বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন/এএ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর