১৬ অক্টোবর, ২০২৩ ১৯:০৭

কসবায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

ব্রা‏হ্মণবাড়িয়া প্রতিনিধি:

কসবায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার কসবা-নয়নপুর সড়কের কায়েমপুর ইউনিয়নের সুবিধাপুর গ্রামের রাস্তার পরিত্যক্ত অবস্থায় এসব গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক চোরকারবারীরা।

পুলিশ জানায়, উপজেলা কায়েমপুর ইউনিয়নের সুবিধাপুর গ্রামে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমান গাজা মজুদ রয়েছে সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। ওই গ্রামের নাজির মিয়ার বাড়ির পাশে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি পাটের বস্তায় রক্ষিত প্যাকেটজাত অবস্থায় ১শত ২০কেজি গাজা উদ্ধার করে থানায় আনা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেন। 

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, সোমবার ভোররাতে উপজেলার সুবিধাপুর গ্রামে নাজির মিয়ার বাড়ির নিকট রাস্তার পাশ থেকে ১শত ২০কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছি। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর