রেল লাইন পার হওয়ার সময় দিনাজপুরের বিরলে ট্রেনে কাটা পরে আব্দুল কুদ্দুস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের কাঞ্চন রেল জংশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কুদ্দুস আব্দুল কুদ্দুস (৫৫) বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের সাতাহার উত্তর বহলা গ্রামের শহিদ জাহের মোহাম্মদ এর ছেলে।
স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে বিরলের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি কাঞ্চন জংশনে আসলে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় আব্দুল কুদ্দুস। নিহতের বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আমজাদ হোসেন নিশ্চিত করেছেন।বিডি প্রতিদিন/এএম