গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে হোসেইন নামের আড়াই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পাতিল্যাকুড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত হোসেইন ওই গ্রামের সামিউল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিশু হোসেইনের মা-বাবা দুজনই ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। সে কারণে শিশু হোসেইকে পাতিল্যাকুড়া গ্রামে তার দাদা বেলাল হোসেন আকন্দের কাছে রেখে গেছেন। এর একপর্যায়ে আজ দুপুরের দিকে দাদী রান্নার কাজে ব্যস্ত থাকায় শিশু হোসাইন সকলের অগোচড়ে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। পরে হোসেইনকে পানিতে ভেসে থাকেত দেখতে পায় স্বজনরা। তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুব আলম।
বিডি প্রতিদিন/এএ