''জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়'' এই প্রতিপাদ্যে চাঁদপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৯ম জাতীয় বিজ্ঞান অলম্পিয়াড শুরু হয়েছে। অলিম্পিয়াডে বিভিন্ন বিষয়ে জেলার ৫৭টি বিদ্যালয়ের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
শনিবার (১৭ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন।
আলোচনা সভায় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখওয়াত জামিল সৈকত, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিরা মেলায় শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
বিডি প্রতিদিন/এএম