বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃষক দলের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় কৃষক-কৃষাণীদের পাতলা গামছা, কাঁচি এবং মহিলাদের মাঝে ধান উড়ানোর জন্য কুলা বিতরণ করা হয়।
কর্মশালায় মছলন্দপুর কৃষকদের অংশগ্রহণে কৃষি উন্নয়নে তারেক রহমানের ঘোষিত দিক-নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। কৃষকরা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবিত পরিকল্পনার প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং কৃষি খাতের উন্নয়নে দলীয় পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আমির হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জামাল হোসেন, জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন মোল্লা ও রোকনুজ্জামান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলম, উপজেলা যুবদল নেতা খায়রুল, সালাহ উদ্দিন সোলায়মান, বারদী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ফজর আলী, বদন, মহসিন, সাংগঠনিক সম্পাদক সালাম, বারদী ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি ওহাব মিয়া, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, লিয়াকত হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই