স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাদক ও দুর্নীতি কমানো গেলে দেশ এগিয়ে যাবে। এজন্য কোস্টগার্ড, র্যাব, বিজিবি, পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
শনিবার দুপুরে বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের বেইজে নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুন্দরবনে কোনো সন্ত্রাসী তৎপরতা চলতে দেওয়া হবে না। সুন্দরবনে নতুন করে তৎপরতা শুরু করা বনদস্যুদের দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের বেইজে নবনির্মিত একমাত্র বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ে স্থাপনের মাধ্যমে কোস্টগার্ডের পাশাপাশি নৌবাহিনী, বিজিবি, মোংলা বন্দর, নৌ-পুলিশ, বনবিভাগ ও বিআইডব্লিউটিএ’র ২০ মিটার দৈর্ঘ্যের নৌযানসমূহ ডকিং ও মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
এসময় বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, মোংলা বন্দর, পুলিশ, নৌ-পুলিশ, বনবিভাগসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই