চেক প্রজাতন্ত্রের এক পার্টিতে বন্ধুদের সাথে নৈশ পার্টিতে অংশ নিতে গিয়ে ভদকার বোতলের আঘাতে নিহত হয়েছেন ব্রিটেনের ডেভিড ‘দাই’ রিচার্ডস। এই হত্যার দায়ে জার্মান পর্যটক জোয়েল হপ্পেকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে ওয়েলসের মাউন্টেন অ্যাশ এলাকা থেকে বন্ধুবান্ধব নিয়ে বেড়াতে যান রিচার্ডস। সেখানে স্থানীয় এক রাস্তায় জার্মান পর্যটকদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে হপ্পে পেছন থেকে তার মাথায় একটি ভদকার বোতল দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চেক পুলিশের মুখপাত্র ইয়ান ডানেক বলেন, “আলোচনা শান্তিপূর্ণ ছিল, কিন্তু এক পর্যায়ে উত্তেজনা দেখা দেয় এবং তখনই আঘাতের ঘটনা ঘটে। আঘাত এতটাই শক্ত ছিল যে রিচার্ডস মাটিতে পড়ে যান এবং হাসপাতালে তার মৃত্যু হয়।”
রিচার্ডসের সঙ্গী জোলা সিমস, শ্যালিকা ট্যামি শিহান এবং কাজিন জেমা থমাস জানান, ঘটনাটি কোনো সংঘর্ষ ছিল না, বরং এটি ছিল একটি ‘অন্ধ হামলা’।
আদালত রায়ের সময় হপ্পেকে সাত বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ১ লক্ষ ৫০ হাজার পাউন্ডের বেশি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। নিহত রিচার্ডস তিন সন্তানের জনক ছিলেন—অরোরা (৪), বেয়ার (২) ও ভিয়েনা (১)।
সোর্স : মেট্রো ইউকে
বিডি প্রতিদিন/আশিক