পরাজিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ হয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের ষড়যন্ত্রমূলক পুশইন ও পানি আগ্রাসনের ব্যাপারে সোচ্চার ও সতর্ক থাকার জন্য অন্তর্বর্তী সরকার ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার খুলনায় এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মজিবুর রহমান মঞ্জু বলেন; পরাজিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র এবং তাদের পক্ষ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নির্লজ্জ আগ্রাসী মনোভাব আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হুমকির মুখে দাঁড় করিয়েছে। অন্তর্বর্তী সরকার ও ফ্যাসিবাদবিরোধী সকল পক্ষকে ক্ষুদ্র স্বার্থে বিভেদে লিপ্ত না হয়ে তা মোকাবিলার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।
এবি পার্টি খুলনা জেলা ও মহানগরের যৌথ আয়োজনে বিকাল ৪টায় খুলনা প্রেসক্লাবে দলের এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মজিবুর রহমান মঞ্জু প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, ফ্যাসিবাদী শাসক হাসিনা’র পতনের পর উচিত ছিল গণতন্ত্রের পক্ষের সকল শক্তি মিলে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করার। সরকার সবাইকে নিয়ে বসে, দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, খুনীদের বিচার, প্রয়োজনীয় সংস্কার ও একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে পারতো। বড় রাজনৈতিক দলগুলোর উচিত ছিল পরস্পর বিবাদে লিপ্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে সেই রোডম্যাপ তৈরিতে ইতিবাচকভাবে সরকারের প্রতি চাপ ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। মরনফাঁদ ফারাক্কা’র প্রভাবে সুন্দরবন ও তদসংলগ্ন অঞ্চল পরিবেশগত ঝুঁকিতে পড়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তিনি দাবি জানান।
এর আগে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর থিম সম্বলিত ফেস্টুন ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
মহানগর আহ্বায়ক সাইদুল হক মিলনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ ইয়ামিনুর রহমান, এসএম আক্তারুজ্জামান, আলমগীর হোসেন, আবু বক্কর সিদ্দিক, মাহবুবুর রহমান, আব্দুল কাদের, মুনীর চৌধুরী সোহেল প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ