ঠাকুরগাঁওয়ে সামাজিক সুরক্ষা ও সরকারি বিভিন্ন উপকারভোগীদের নিয়ে সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ প্রায় ৪ হাজার নারী পুরুষ অংশ নেয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো।
সরকারের উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাড়ি থেকে বের হবেন রাস্তাটা পাকা পাবেন। শতভাগ বিদ্যুৎ হয়েছে, লোডশেডিং মুক্ত বিদ্যুৎ সরবরাহ হবে। বয়স্ক ভাতা, নারী পরিত্যাক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা সবকিছু চলমান থাকবে। কিন্তু যদি আওয়ামী লীগকে ক্ষমতায় না আনতে পারেন, তাহলে সবকিছু বন্ধ হয়ে যাবে। এ জন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। এসময় নারগুন ইউনিয়নের চেয়ারম্যান শেরেকুল ইসলামসহ স্থানীয় দলীয় নেতকর্মীরা উপস্থিত ছিলেন।বিডি প্রতিদিন/এএম