টাঙ্গাইলের সখীপুরে এক কোটি ষাট লক্ষ পয়ত্রিশ হাজার ৩৮০ টাকা জমিরানাসহ এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে উপজেলার কালিয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। সে ওই এলাকার মো. মজিবুর রহমানের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, সাইফুল ইসলাম স্থানীয় বাজারে ব্যবসা করতেন। করোনার সময় বিভিন্ন খামারিরা ক্ষতিগ্রস্ত হলে খাদ্য কোম্পানির সাথে লেন দেন করা নিয়ে সাইফুল ইসলাম মামলার শিকার হয়। সেই মামলায় সাইফুল ইসলামকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন আদালত।
সখীপুর থানার (এস.আই) মো. মনিরুজ্জামান বলেন, আসামি সাইফুল ইসলাম কয়েক মাস আত্মগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।