২৯ অক্টোবর, ২০২৩ ১৭:১৯

কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে ২৭ কক্ষ

কালিয়াকৈর প্রতিনিধি

কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে ২৭ কক্ষ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ ভাঙ্গা মসজিদ এলাকায় আগুনে একটি বাড়ির ২৭টি কক্ষ পড়ে গেছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার পল্লী বিদ্যুৎ ভাঙা মসজিদ দুলাল মিয়ার বাসা বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে ২৭টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী প্রথমে আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে  ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ওই বাসা বাড়ির ২৭টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারেনি। খবর পেয়ে কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র পরিদর্শন করেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার  চৌধুরী জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর