দেশজুড়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে মাদারীপুর ৩ আসনের বিভিন্ন স্থানে শান্তি ও উন্নয়ন সমাবেশে কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। এসময় পথসভা ও উন্নয়ন মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য ও মাদারীপুর ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন।
মঙ্গলবার দিনব্যাপী মাদারীপুরের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হয়। মাদারীপুর শহর থেকে গাড়িবহর নিয়ে মিছিল শুরু হয়। পরে মঠের বাজার, খোয়াজপুর বাজার, লক্ষ্মীপুর বাজার, লক্ষ্মীপুর ইউনিয়ন, সূর্যমনি বাজার, স্নানঘাটা, খাসেরহাট, এনায়েতনগর, সমিতির হাট, সিটিখান, সাহেবরামপুর, কয়ারিয়া, মোল্লারহাট, রামারপুল, কালকিনি, ভুরঘাটাসহ বিভিন্ন এলাকায় মিছিল ও পথসভা করেন। পথসভায় তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।
এ সময় বক্তব্য দেন মাদারীপুর জেলা কৃষক লীগের সভাপতি জাকির হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল