জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে কুষ্টিয়ায়। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করে জাসদের জেলা কমিটি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া পৌরসভা থেকে ‘বাংলার শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, মেহনতি জনতার জয় হোক’ প্রতিপাদ্যে র্যালি বের হয়।
শহরের প্রধান সড়ক এনএসরোড ঘুরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিৎ সিংহ রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় জঙ্গিবাদ প্রতিরোধে ও অবরোধ বিরোধী স্লোগান দেন জাসদ নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এএ