রাঙামাটিতে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলছে ঢিলেঢালাভাবে। বুধবার সকাল থেকে রাঙামাটির দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও শহরের পরিবেশ ছিল স্বাভাবিক। মাঠে ছিল না অবরোধকারীরা। তবে নাশকতার আশঙ্কায় এরই মধ্যে বিএনপির ১১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
দোকানপাট, অফিস-আদালত খোলা ছিল। তবে সিএনজি চলাচল না করার কারণে কিছুটা ভোগান্তিতে পরে সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। অবরোধ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মো. মীর আবু তৌহিদ বলেন, রাঙামাটির পরিবেশ একেবারে স্বাভাবিক। আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। কোনো নাশকতাকারীকে ছাড় দেওয়া হবে না। পুলিশের টহল জোরদার করা হয়েছে।
বিডি প্রতিদি/এমআই