জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাতুন নামে ১ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির ।
নিহত ওই শিশু জান্নাতুল একই এলাকার রুবেল হোসেনের কন্যা।
(ওসি) হুমায়ূন কবির শিশু জান্নাতুলকে ঘরের বিছানায় রেখে তার মা বাড়ির কাজ করছিলেন। সেসময় শিশুটি খেলা করার এরই এক পর্যায়ে বিছানার সাথে লাগোয়া বিদ্যুৎ বোর্ডের সকেটে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে নিস্তেজ হয়ে পড়ে। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম