পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ ও চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার সুমন ভৌমিক।
বক্তারা গত ২৮ অক্টোবর ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করারও আহ্বান জানানো হয়।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সহ সভাপতি শাহ এমরান মো. সুজন, প্রেসক্লাবের আইসিটি কর্মকর্তা ইকবাল হোসেন সুমন, আসাদুজ্জামান কাজল ও মাহবুবুর রহমানসহ অনেকে।
বিডি প্রতিদিন/এমআই