নরসিংদীতে তাঁতীলীগ নেতা রানা হত্যায় জড়িতদের গ্রেপ্তার, বিচারের দাবি ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে পরিবার। মঙ্গলবার নরসিংদী প্রেস ক্লাব সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রানা মোল্লার স্ত্রী লিজা আক্তার।
এসময় নিহত রানা মোল্লার মা, বোন, সন্তানসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে লিজা আক্তার বলেন, গত ২৩ অক্টোবর আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীরা। থানায় মামলার পর থেকেই আমাদের স্বাভাবিক চলাফেরায় বাধা এবং হুমকি দিয়ে যাচ্ছে হত্যাকারী ও তাদের সমর্থকরা।
১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলেও আসামিরা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। এ ছাড়া এক আসামি হুমকি দিয়ে আসছে। এমন পরিস্থিতিতে পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে। কোনো অর্থনৈতিক প্রভাব যেন হত্যার বিচারকে প্রভাবিত করতে না পারে, সেজন্য প্রশাসন-সাংবাদিকসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।
বিডি প্রতিদিন/এমআই