চাঁদপুর শহর রক্ষা বাঁধের যমুনা রোড এলাকায় মেঘনা নদীর তীব্র স্রোতে বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে শতাধিক পরিবার বসতঘর ভাঙ্গনের আশঙ্কায় রয়েছে। মঙ্গলবার সকাল থেকে ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ভর্তি বালির বস্তা ফেলা শুরু করেছে।
খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা-পরিচালক মো. মনিরুজ্জামানসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, শহর রক্ষা বাঁধের ৫৬ মিটার এলাকায় হটাৎ করে ব্লকে ধস দেখা দিয়েছে। বিষয়টি নজরে এলে চাঁদপুর পাউবো সঙ্গে সঙ্গে কার্যকরী ব্যবস্থা গ্রহন করে। ইতোমধ্যে জিওব্যাগ ভর্তি বালুর বস্তা দুটি বাল্ক হেডে ভরে ডাম্পিং চলমান করা হচ্ছে। ভাঙ্গন এলাকাটি আপাতত ঝুঁকিমুক্ত রয়েছে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলাম জানান, সোমবার রাতে শহর রক্ষা বাঁধের যমুনা রোড এলাকার বেশ কিছু ব্লক ধসে পড়েছে। স্থানীয় লোকজন তাৎক্ষনিক আমাদেরকে জানালে ব্যবস্থা গ্রহণের জন্য রাতেই ভাঙন রোধের প্রস্তুতি নেয়া হয়।
বিডি প্রতিদিন/এএম