সারাদেশে বিএনপির ডাকা অবরোধসহ বিভিন্ন আন্দোলনে জনগণের জানমাল নিরাপত্তার স্বার্থে ও অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা প্রদানের জন্য স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়পূর্বক দিনাজপুর জেলার ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার ও ভিডিপি আনসার সদস্যদের মোতায়ন করা হয়েছে।
সারাদেশে বিএনপির ডাকা হরতাল, অবরোধ সহ বিভিন্ন আন্দোলনে জনগণের জানমাল নিরাপত্তার স্বার্থে ও অনাকাঙ্খিত ঘটনা এড়াতে দিনাজপুরের বিভিন্ন রেলস্টেশন এবং রেললাইনে ২৪০ জন এবং মির্জাপুর বিআরটিসি বাসস্ট্যান্ডে ১০ জন আনসার ও ভিডিপি সদস্য দিন ও রাতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। জেলার ১০৩টি সরকারি-বেসরকারি কেপিআই প্রতিষ্ঠান যেমন জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি, মেডিকেল কলেজ, তাপবিদ্যুৎ, পল্লীবিদ্যুৎ বড়পুকুরিয়া কয়লা খনি, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তার স্বার্থে ৯২২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
এছাড়াও শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে ব্যাটালিয়ন সদস্যসের ২টি টিম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ২টি টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে সহযোগিতা করছেন।
জেলার ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার ও ভিডিপি সদস্যদের জেলা কমান্ড্যাান্ট মোঃ হাসান আলীর নির্দেশে তদারকি করছেন দিনাজপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ এবং দিনাজপুর সদর উপজেলা প্রশিক্ষক গিরিশ চন্দ্র রায়।
বিডি প্রতিদিন/এএ