৩ নভেম্বর, ২০২৩ ১৮:৩৬

সিরাজগঞ্জে জেল হত্যা দিবস পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে জেল হত্যা দিবস পালিত

সিরাজগঞ্জে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান, দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও  জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়। 

বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় চার নেতার স্মৃতিচারনমুলক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কে.এম.হোসেন আলী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল হাকিম, সাধারন সম্পাদক নুরুল ইসলাম সজল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেলিম আহমেদ প্রমুখ। এছাড়াও কাজিপুর উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসুচী পালন করেছে। এসময় বক্তারা, জাতীয় চার নেতার পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার কার্য সম্পাদনের দাবী জানান। একই সাথে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শ বুকে লালন করে জামায়াত-বিএনপির দেশব্যাপী নৈরাজ্য ও সকল ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষনা দেন। 


বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর