সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে নাটোরের লালপুরে মোটরসাইকেল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। রবিবার দুপুরে এসব কর্মসূচি পালিত হয়।
এই অবরোধে সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক ছিল। নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর নেতৃত্বে একটি মোটরসাইকেল শোডাউন বের করা হয়। শোডাউনটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লালপুর সদরে ত্রিমোহনী চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল