১২ নভেম্বর, ২০২৩ ১৮:৫৫

চরফ্যাশনে 'উপকূল দিবস' পালিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশনে 'উপকূল দিবস' পালিত

উপকূলের জন্য হোক একটি দিন, কণ্ঠে বাজুক প্রান্তজনের কথা’ এই স্লোগান সামনে রেখে ভোলার চরফ্যাশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে "উপকূল দিবস"। রবিবার দুপুরে ১২টায় চরফ্যাশন প্রেস ক্লাবের আয়োজনে শহরে র‌্যালির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।

চরফ্যাসন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ। এছাড়াও বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

চরফ্যাসন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র বলেন, ১২ নভেন্বর আন্তর্জাতিকভাবে "ভোলা সাইক্লোন" হিসেবে স্বীকৃত। ৭০ এর বন্যা ও জলচ্ছাসে উপকূলীয় ভোলায় ১০ লক্ষ মানুষের প্রানহানী হয়েছে। এই দিবসটি উপকূল দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছে ভোলাবাসী। কিন্তু আজও স্বীকৃতি পাওয়া যায়নি উপকূল দিবস। অনতিবিলম্বে দিবসকে রাস্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি  জানান।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর