৩ ডিসেম্বর, ২০২৩ ১৪:২৫

গোপালগঞ্জ-২ আসনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ-২ আসনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ নির্বাচনী এলাকার প্রার্থীদের যাচাই-বাছাইয়ে ৮ জন প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং একজন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। 
আজ রবিবার সকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে এই আসনে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপিসহ ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, এদের মধ্যে হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় জাসদের মোঃ ফুল মিয়া ও বাংলাদেশ জাতীয় পার্টির ওমর খৈয়ম নয়নের মনোনয়ন বাতিল এবং জাকের পার্টির মোঃ সাজ্জাদ হোসেন মিয়ার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
বাছাইয়ের পর শেখ ফজলুল করিম সেলিম (আওয়ামী লীগ), মো: জামাল উদ্দিন শেখ (তৃণমূল বিএনপি), কাজী শাহীন (জাতীয় পার্টি), মোঃ আমিনুল হাসান শাহীন (স্বতন্ত্র) এবং মামুনুর রশীদ(মুক্তি জোট-এর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর