সিলেটের বিশ্বনাথ উপজেলায় মোবাইল ফোনে থানার ওসি পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন অফিস ও এলাকার মানুষের কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী।
ওসি বলেন, বিভিন্ন নাম্বার থেকে বিশ্বনাথ থানার ওসি পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র বিভিন্ন অফিস ও লোকজনের কাছে টাকা চাচ্ছে। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। যেসব নাম্বার থেকে কল দেওয়া হচ্ছে সেগুলোর ব্যবহারকারীদের খুঁজে বের করার চেষ্টা করছি।
এ ধরনের (টাকা দাবি করার) কোনো ফোন আসলে প্রতারিত না হওয়ার আহ্বান জানিয়ে তাৎক্ষণিক থানা পুলিশকে অবগত করার অনুরোধ জানান ওসি রমাপ্রসাদ চক্রবর্তী।
বিডিপ্রতিদিন/কবিরুল