মাগুরা সদর উপজেলার সোনপুর গ্রামে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে কাজল মুন্সী (৩৫) নামে এক গরু চোর নিহত হয়েছে।
নিহত কাজল মুন্সী একই উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত লোকমান মুন্সীর ছেলে।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ডিউটিরত এএসআই রাকিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ছোনপুর গ্রামে গরু চুরি করতে যায় কাজল মুন্সী। সে সময় স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসারত অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়। লাশ সুরতহালের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত