বিএনপিসহ সমমনা দলগুলোর ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
শনিবার সকালে জেলা শহরের বকুলতলাস্থ জেলা জাগপা কার্যালয় থেকে কর্মসূচি শুরু করা হয়। দলীয় নেতাকর্মীরা জেলা শহরের বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে আন্দোলনের বিষয় তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
এ সময় জেলা জাগপার সহ সভাপতি জরিফ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার আলম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, সদর উপজেলা জাগপার সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, প্রচার সম্পাদক নাজমুল হোসেন, জেলা যুব জাগপা নেতা মোকসেদ আলী, মহব্বত, বাবুল হোসেন, পৌর যুব জাগপার সাধারণ সম্পাদক আরিফ হোসেন, জাগপা ছাত্রলীগের সভাপতি শাহাদত হোসেন সেলিম, এরশাদ হোসেন, শ্রমিক জাগপার সভাপতি আব্দুস সালামসহ জাগপা এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল