১ জানুয়ারি, ২০২৪ ১৭:২৩

নরসিংদীতে নতুন বই পেল শিক্ষার্থীরা

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে নতুন বই পেল শিক্ষার্থীরা

বছরের ১ম দিন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়ার লক্ষ্যে সারা দেশের ন্যায় নরসিংদীতেও কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১২টার দিকে শহরের ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।

ভেলানাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনজিল এ মিল্লাতের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মুশফিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: শহীদুল ইসলামসহ শিক্ষার্থীদের অভিবাবকরা। হাতে বিনামূল্যে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের পাশাপাশি উচ্ছাসিত অভিবাবকরাও।
উল্লেখ্য, নরসিংদীতে এ বছর প্রাথমিকে ১২ লাখ ৭৪ হাজার ২০৮ সেট বই বিতরণ করা হবে।

বিডি প্রতিদিন/এএম

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর