২ জানুয়ারি, ২০২৪ ১৭:৩৮

চকরিয়ায় কল্যাণ পার্টির নির্বাচনি কার্যালয়ে ফের আগুন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়ায় কল্যাণ পার্টির নির্বাচনি কার্যালয়ে ফের আগুন

কক্সবাজার-১ আসনের হাতঘড়ি মার্কার প্রার্থী বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নির্বাচনি কার্যালয়ে ফের অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 

আজ মঙ্গলবার ভোররাত ৪টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের পুচ্ছালিয়া পাড়ায় এলাকায় হাতঘড়ির নির্বাচনি কার্যালয়ে দুর্বৃত্তরা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে অফিসের চেয়ার-টেবিল, নির্বাচনি পোস্টার ও প্রচারণা কাজে ব্যবহৃত মাইক ও সাউন্ডবক্স পুড়ে যায়। 

এদিকে নির্বাচনি অফিস কেয়ারটেকার আবু ছালেককে (৪৫) হাত-পা বেঁধে পার্শ্ববর্তী মাতামুহুরী নদীর চরে ফেলে দেয় বলে স্থানীয় লোকজন জানায়। পরে ক্ষেতে আসা কৃষকরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয় লোকজন জানায়, ভোরে ফজরের নামাজ পড়ে স্থানীয় মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা দেখে। পরে থানা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।

মেজর জেনারেল সৈয়দ ইবরাহিম বলেন, প্রতিপক্ষের লোকজন একের পর এক নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে। 

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর