বগুড়ার শেরপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ একটি প্রাইভেটকার আটক করেছে র্যাব-১২’র সদস্যরা। এ ঘটনায় মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে, সোমবার বিকেলে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুণ্ডি নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে র্যাবের এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উদ্ধার হওয়া ২৫টি বান্ডিলে মোট গাঁজার পরিমাণ ১০০ কেজি। সেইসঙ্গে পরিবহন কাজে ব্যবহৃত ওই প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। তবে কারের চালক বিল্লাল হোসেন (৩৫) পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি র্যাব সদস্যরা। সে কুমিল্লা জেলার সদর উপজেলার বালুরচর মুরাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা যায়, কুমিল্লা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের চালান নিয়ে একটি প্রাইভেটকার নওগাঁয় যাচ্ছিল, এমন সংবাদ পেয়ে র্যাব-১২’র সদস্যরা ধনকুণ্ডি নামক স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। একপর্যায়ে তল্লাশির বিষয়টি আঁচ করতে পেরে কারের চালক বিল্লাল হোসেন মহাসড়কের পাশে গাড়িটি রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারসহ প্রাইভেটকারটি জব্দ করে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, র্যাবের ওই অভিযানের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে অভিযুক্ত করে থানায় মামলা করা হয়েছে। পাশাপাশি মামলায় অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই