আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনীর প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ওই মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফুলপুর থানা পুলিশ, ডিবি, র্যাব, বিজিবি ও এপিবিএন সদস্যরা অংশ নেন।
মহড়াটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড ও ডাবল ব্রিজ পার হয়ে আমুয়াকান্দায় যায়। পরে সেখান থেকে পুনরায় উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। এর সামনের ভাগে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান ও ইন্সপেক্টর (তদন্ত) বন্দে আলী।
বিডি প্রতিদিন/এএ