বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহতসহ চারজন আহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। নিহত মো. রেজাউল ইসলাম নান্নুর (৫৮) স্ত্রী স্কুলশিক্ষিকা হনুফা আক্তার বাদী হয়ে মঙ্গলবার বিকেল ৩টার দিকে মামলাটি দায়ের করেন।
এর আগে, সকাল ৯টার দিকে পল্লীমঙ্গল বাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। পরে পথচারী নান্নুকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনার উদ্দেশে নিয়ে রওনা হলে সকাল ১০টার দিকে পথেই তিনি মারা যান।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে মামলা দায়ের হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এমআই