নোয়াখালী-১ আসনে নৌকা প্রাথী (বর্তমান এমপি) এইচ এম ইব্রাহিমের নির্বাচনি প্রচারণা, গণসংযোগ, পথসভা ও উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে। সকাল থেকে রাত পর্যন্ত (চাটখিল-সোনাইমুড়ি) উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও হাট বাজারে চলছে তাদের প্রচারণা ও পথসভা।
মঙ্গলবার বিকেলে সোনাইমুড়ির সোনাপুর বাজারে নাসির শিকদারের বাড়িতে এক পথসভায় এইচ এম ইব্রাহিম উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালীর পাশাপাশি ভোটারদেরকে ৭ তারিখে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এ সময় সাবেক ছাত্রলীগ নেতা নাসির শিকদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফম বাবুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/হিমেল