আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, আগামী ৭ জানুয়ারী দেশের মানুষ ভোটের মাধ্যমেই নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্রের জবাব দিবে। কোনো ষড়যন্ত্রই দেশের সুষ্ঠু, সুন্দর এই নির্বাচন বানচাল করতে পারবে না।
তিনি বলেন, সারাদেশের মানুষ এখন নির্বাচনি উৎসবে মেতে রয়েছে, আর বিএনপিসহ তাদের কুশীলবরা ভোট বর্জনের নামে তামাশা করে বেড়াচ্ছে। রাজনৈতিকভাবে ভারসাম্যহীন বিএনপি বুঝতেই পারছে না ২০০৮ সালেই দেশের মানুষ তাদের প্রত্যাখান করেছে, দেশের মানুষের জন্য উন্নয়ন না করে দুর্নীতি, হত্যা, গুম আর আগুন সন্ত্রাস করায় মানুষের হৃদয় থেকে তারা হারিয়ে গেছে। তাই নির্বাচন বানচালের ব্যর্থ তামাশা না করে, আগামী নির্বাচনের ট্রেন ধরার প্রস্তুতি নেয়ার পাশাপাশি মানুষের ভালোবাসা অর্জনের চেষ্টা করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার বিকালে জামালপুর সদরের রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচন পথসভায় প্রধান অতিথির বক্তব্যকালে মির্জা আজম এসব কথা বলেন।
জামালপুর সদরের রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, রশিদপুর ইউপি চেয়ারম্যান খন্দকার ফজলুল হক, রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান চাঁন বিএসসি প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল